বিশ্বকাপ বাছাইয়ের আগে বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা

লিওনেল মেসি চোট কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরেছেন, যা ভক্তদের জন্য স্বস্তির খবর। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা দলে এসেছে বড় ধাক্কা। দলের চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে ছিটকে গেছেন।

নিকোলাস গঞ্জালেস চ্যাম্পিয়নস লিগে চোট পেয়ে বাছাইপর্বের ম্যাচে খেলতে পারছেন না। পাওলো দিবালা রোমার হয়ে অনুশীলনে মাংসপেশির চোটে পড়েছেন। ডিফেন্ডার মার্কুস আকুনা হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন এবং তার পরিবর্তে তরুণ হুলিও সোলের দলে সুযোগ পেয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রে গারানচোও বাম হাঁটুর চোটের কারণে দুই ম্যাচে অনুপস্থিত থাকবেন।

আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে, যেখানে এই চারজনের অনুপস্থিতি দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Exit mobile version