বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় পিছিয়ে পড়ার পর নাটকীয় জয় পেয়েছে উরুগুয়ে। নিজেদের মাঠের খেলায় তারা কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে কলম্বিয়াকে পেছনে ফেলে উরুগুয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কলম্বিয়া নেমে গেছে তৃতীয় স্থানে।
অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে স্বাগতিক দলকে চমকে দিয়েছিল সফরকারী কলম্বিয়া। হুয়ান ফের্নান্ডো কুইনতেরোর গোলে তারা প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের মধ্যে দুই গোল পেয়ে এগিয়ে যায় উরুগুয়ে। রদ্রিগো আগুইরে ৬০ মিনিটে গোল করেন। তার তিন মিনিট আগে আত্মঘাতি গোলে সমতা ফিরিয়েছিল দলটি।
উরুগুয়ে ২-১ গোলে এগিয়ে থাকাবস্থায় ম্যাচ ইনজুরি সময়ে প্রবেশ করে। আর তখনই দর্শকেরা দেখতে পায় নাটকীয়তা।৯৬ মিনিটে আন্দ্রেজ গোমেস গোল করে কলম্বিয়ার পয়েন্ট পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে। কিন্তু তাদের স্বপ্ন খান খান করে দেন জাতীয় দলের হয়ে প্রথম গোল করা ম্যানুয়েল উগার্তে। ইনজুরি সময়ের ১১তম মিনিটে গোল করেন তিনি। উরুগুয়ে জয় পায় ৩-২ গোলে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশটি দল বাছাই পর্বে ১৮টি করে ম্যাচ খেলবে। এরই মধ্যে দলগুলো ১১টি করে ম্যাচ শেষ করেছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে হারলেও ২২পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা উরুগুয়ে ও কলম্বিয়া- উভয় দলের পয়েন্ট ১৯। ১৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ে এ বছর দক্ষিণ আমেরিকার দেশগুলো আর একটা করে ম্যাচ খেলবে। বাকি ম্যাচগুলো আগামী বছর অনুষ্ঠিত হবে।