বিশ্বকাপ বাছাই : ওটামেন্ডির গোলে আর্জেন্টিনার জয়

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে জয় অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হওয়া ম্যাচে প্যারাগুয়েকে হারিয়েছে লিওনেল মেসির দল। নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে জয় পায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। খেলার তৃতীয় মিনিটে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।

খেলার শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ডি পলের করা কর্নার কিকের বল অসাধারণ ভলিতে প্যাারাগুয়ের জালে পাঠিয়ে দেন ওটামেন্ডি। মাঠে মেসির অনুপস্থিতিতে নেতৃত্বেও ছিলেন তিনি। শেষ পর্যন্ত শুরুর এই গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়ে আর্জেন্টিনাকে। এ ম্যাচে শুরুর একাদশে অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা ছিল। কোচ লিওনেল স্ক্যালোনি আগেই জানিয়েছিল প্রথম একাদশে মেসি নাও থাকতে পারেন। শেষ পর্যন্ত তাই হয়েছে। অবশেষ দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি।

বিরতির পরপরই স্টেডিয়ামে উপস্থিত দর্শকের গর্জনের মধ্য দিয়ে মেসি ওয়ার্ম আপ শুরু করেন। ৫৩ মিনিটে তিনি মাঠে নামেন। লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। লম্বা একটা সময় তিনি ইনজুরির সঙ্গে লড়ে যাচ্ছেন। তবে এদিন যতটুকু সময় মাঠে ছিলেন বেশ প্রাণবন্ত খেলা উপহার দিয়েছেন। গোল করতে পারেননি, এমনকি করাতেও পারেননি তবে গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। একবার গোল পাওয়ার খুব কাছাকাছিও চলে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার। ফ্রি কিক থেকে যে সুযোগটি তিনি পেয়েছিলেন বল জালের সঙ্গে মিতালি না করে পোস্টের সঙ্গে করে। ফলে দর্শকের মাঝে একটা হতাশা খেলে যায়।

এ জয়ের ফলে বাছাই পর্বে আর্জেন্টিনা শতভাগ জয়ের কীর্তি ধরে রাখলো। তিন ম্যাচে এটা তাদের তৃতীয় জয়। এ দিন অনুষ্ঠিত এ অঞ্চলের অন্য খেলায় ইকুয়েডর ২-১ গোলে হারিয়েছে বলিভিয়াকে। অন্য ম্যাচে কলাম্বিয়া ও উরুগুয়ে ২-২ গোলে ড্র করেছে।

Exit mobile version