বিশ্বকাপ বাছাই : নাটকীয় জয়ে ইরাক গ্রুপের শীর্ষে

বিশ্বকাপ বাছাই ফুটবলে এশিয়া অঞ্চলের খেলায় দারুণ এক জয় পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাক। ‘এফ’ গ্রুপের খেলায় তারা স্বাগতিক ভিয়েতনামকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। ম্যাচের একবারে অন্তিম মুহূর্তে গোলটি করেন মুহানাদ আলী। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে গোলটি করেন তিনি।

এ জয়ের ফলে টানা দুই জয়ে ইরাক পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তাদের পয়েন্ট ৬। চার দলের গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে ভিয়েতনাম দ্বিতীয় স্থানে। ফিলিপাইন ও ইন্দোনেশিয়া উভয় দলের পয়েন্ট ১।

ইরাক তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল। অন্যদিকে ভিয়েতনাম তাদের প্রথম ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল। ইন্দোনেশিয়া ও ফিলিপাইন দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে।

স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ইরাকের পয়েন্ট হারানোটা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। শক্তিশালী ইরাককে রুখে দেওয়ার সব আয়োজনই করেছিল ভিয়েতনাম। নির্ধারিত ৯০ মিনিট শেষ। কোনো দলই গোল পায়নি। খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষায় উভয় দল। চলছে ইনজুরি সময়ের খেলা। কিন্তু শেষ মুহুর্তে এসে ভাগ্য ভিয়েতনামের সহায় হয়নি। তাইতো ইব্রাহিম বায়েসের কাছ থেকে উড়ে আসা বলে আলী যে হেড নিয়েছিলেন তা ভিয়েতনামের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়।

Exit mobile version