যুক্তরাষ্ট্রে আজ অনুষ্ঠিত হয়ে গেল ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। এ ড্রয়ের মধ্য দিয়েই নির্ধারিত হলো কে কোন গ্রুপে খেলবে এবারের ফুটবল মহারণে। বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু থাকে ব্রাজিল, কারণ ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দল হিসেবে বহুদিন ধরেই সাম্বা ফুটবলের নামটা উপমা হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিশাল সমর্থকগোষ্ঠীর দল ব্রাজিল, যদিও সাম্প্রতিক কয়েক বছরে ফুটবলে তাদের সময়টা খুব একটা সুখকর যাচ্ছিল না।
ড্র অনুযায়ী ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। আর এই গ্রুপেই রয়েছে শক্তিশালী মরক্কো, যারা গত ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে বিশ্বকে চমকে দিয়েছিল। রোনালদোর পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে পা রাখা মরক্কো ছিল সেই আসরের সবচেয়ে বড় বিস্ময় দল। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে মরক্কো আছে ১১ নম্বরে, যা ৯ নম্বরে থাকা জার্মানির মাত্র দুই ধাপ পেছনে। শক্তির দিক দিয়েই এই ম্যাচআপকে কঠিন বলে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কো ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। ফলে গ্রুপ পর্বেই ব্রাজিলের সামনে থাকবে বড় চ্যালেঞ্জ।
ব্রাজিল ও মরক্কোর পাশাপাশি ‘সি’ গ্রুপে আছে হাইতি এবং স্কটল্যান্ড। হাইতির বর্তমান ফিফা র্যাংকিং ৮৪, আর স্কটল্যান্ড আছে ৩৬ নম্বরে।
শেষ পাঁচটি বিশ্বকাপে ব্যর্থতার গ্লানি কাটিয়ে ব্রাজিল কি এবার ‘মিশন হেক্সা’ সফল করতে পারবে? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে মাঠের লড়াই শুরু হওয়া পর্যন্ত।
