বিসিবির বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি পেলেন ঋতুপর্ণা

বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি জয়ের আনন্দে ভাসছিলেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। তার কিছুক্ষণ পরই পেলেন আরেকটি সুখবর—বিসিবি তার জন্য বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে। এ খবরে বিস্মিত ঋতুপর্ণা বলেন, “খবরটি শুনে খুবই অবাক হয়েছি। বিসিবিকে ধন্যবাদ তারা আমাকে এমনভাবে পাশে দাড়ানোয়। বিসিবি সভাপতি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা।”

রাঙামাটির মঘাছড়ি গ্রামের বাসিন্দা ঋতুপর্ণা দীর্ঘদিন ধরেই যাতায়াত সমস্যায় ভুগছেন। বর্তমান বাসস্থান অনেক ভেতরে হওয়ায় পরিবারের জন্য চলাফেরা কষ্টসাধ্য। পূর্ববর্তী সরকার ২০২২ সালে তাকে ঘাগড়া ইউনিয়নে ১২ শতাংশ জমি প্রদান করেছিল। তবে এখনো সেই জমির রেজিস্ট্রি হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করলেও সমাধান মেলেনি। ঋতুপর্ণা বলেন, “জায়গার বাউন্ডারি আমি দিয়েছি এখনো আমার নামে রেজিস্ট্রি হয়নি। ভুটান লিগ খেলার আগেও আমি যোগাযোগ করে কাগজপত্র দিয়েছিলাম।”

তার অনুরোধ, বর্তমান বাসস্থানের বদলে নতুন প্রাপ্ত জমিতেই যেন বিসিবি বাড়ি নির্মাণ করে দেয়। এতে পরিবার যাতায়াতে সুবিধা পাবে এবং স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে। “আমরা এখন যে জায়গায় থাকি সেটা অনেক ভেতরে। পরিবারের যাতায়াতের সমস্যা। আমি যে জায়গা পেয়েছি ঐ জায়গায় যদি বিসিবি বাড়ি করে দেয় তাহলে আমার পরিবারের জন্য খুব ভালো হবে।”

তিন বছরের রেজিস্ট্রি জটিলতা দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে ঋতুপর্ণা বলেন, “আমার জায়গার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে বিসিবি সেখানে বাড়ি করে দিলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব।”

বর্তমানে তিন দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে রয়েছেন ঋতুপর্ণা। আগামীকাল সকালে আবার ভুটানে ফিরে যাবেন এই তারকা ফুটবলার।

Exit mobile version