বুলাওয়া টেস্টে রেকর্ডময় এক দিন পার করেছে আফগানিস্তান। ১০০ বছর আগে জ্যাক হবস ও হার্বার্ট সাটক্লিফ সারাদিন ব্যাট করেছিলেন। আফগানিস্তানের রহমত শাহ ও হাশমাতুল্লাহ শহীদি সেই কীর্তি গড়েছেন। টেস্টের চতুর্থ দিন পুরো সময় ব্যাট করেছেন তারা।
শুধু যে সারাদিন তারা ব্যাট করেছেন তা নয়, রেকর্ড পাতাও ওলোট পালোট করেছেন। ২৩১ রানে অপরাজিত রহমত শাহ। টেস্টে আফগানিস্তানের কোনো ব্যাটারের এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। শহীদি ১৪১ রান করার পথে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন। দুইজন ৩৬১ রানের জুটি গড়েছেন। আফগানিস্তানের এটাই সর্বোচ্চ রানের জুটি।
বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাব মাঠ ব্যাটারদের বন্ধু হিসেবে পরিচিত। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়েও রান উৎসব করেছে। তারা ৫৮৬ রান করেছে প্রথম ইনিংসে। জবাবে চতুর্থ দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪২৫। তারা এখনো ১৬১ রানে পিছিয়ে রয়েছে।
আফগানিস্তানের শুরুটা ছিল খুবই বাজে। ৩ রানে প্রথম এবং ৬৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছিল তারা। তারপর রহমত শাহ ও হাশমাতুল্লাহ শহীদির কীর্তিতে বিপর্যয় থেকে রক্ষা পায়।
জিম্বাবুয়ের হয়ে তিন ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। তারা হলেন সিন উইলিয়ামস (১৫৪), গ্রেগ ইরভিন (১০৪) ও ব্রায়ান বেনেট অপরাজিত ১১০।