বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভার থেকে নেমে এসেছিল ১৪ ওভারে। আইপিএলে সে লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জয় করেছে তারা।
এই জয়ের ফলে শ্রেয়াস আইয়ারের দল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৮ পয়েন্ট বেঙ্গালুরুর। তাদের অবস্থান চারে।
জয়ের জন্য ১৪ ওভারে লক্ষ্যমাত্রা ছিল ৯৬। সহজ লক্ষ্য বলা যায়। ছোট ছোট ইনিংসে এগিয়ে তারা জয় তুলে নিয়েছে। প্রিয়ানশ আরিয়া ১১ বলে ১৬, প্রভসিমরান সিং ৯ বলে ১৩ আর জশ ইংলিশ ১৭ বলে ১৪ রান করে আউট হন।
এরপর নেহাল ওয়াধেরা ব্যাট হাতে ঝড় তোলেন। ১৯ বলে ৩৩ রান করেন। তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। মার্কাস স্টয়নিস ২ বলে অপরাজিত ৭ করে ম্যাচ শেষ করেন তিনি।
এর আগে টিম ডেভিড এক প্রান্ত ধরে রেখে চমৎকার হাফ সেঞ্চুরিতে দলকে ৯৫ রান পর্যন্ত নিয়ে যান। ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ ছিল বেঙ্গালুরুর। ডেভিড ২৬ বলে অপরাজিত ৫০ করেন। তিনটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।
বৃষ্টির কারণে প্রায় দুই ঘন্টা পর শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে একের পর এক বিপর্যয়ের মুখে পড়ে বেঙ্গালুরু। ফিল সল্ট (৪), বিরাট কোহলি (১), লিয়াম লিভিংস্টোনরা (৪) দাঁড়াতে পারেনি। ১৮ বলে ২৩ রান করেন অধিনায়ক রজত পাতিদার।
