দলকে সাহস যোগাতে বার্সেলোনার সমর্থকদের বহর এখন বেলজিয়ামে !
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। দলকে উৎসাহ দিতে বেলজিয়ামে বার্সেলোনা সমর্থকদের ঢল । আসন্ন ম্যাচকে সামনে রেখে ফ্যানদের উচ্ছ্বাসে মুখর পুরো শহর । প্রিয় দলকে উজ্জীবিত করতে স্পেন থেকে প্রায় ১ হাজার ৩০০ জন বার্সা সমর্থক ইতোমধ্যেই বেলজিয়ামে পৌঁছেছেন। প্রতিপক্ষের মাঠে খেলতে গেলেও সমর্থনের কোনো অভাব থাকছে না কাতালান ক্লাবটির। আজ বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টায় ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে মাঠে নামবে হানসি ফ্লিকের দল।
বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, স্টেডিয়ামে থাকা ১ হাজার ৩০০ দর্শকের মধ্যে ৬৯০ জন ক্লাবের নিবন্ধিত সদস্য এবং বাকি ৬১০ জন সাধারণ সমর্থক। এর পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের বার্সেলোনা ফ্যান ক্লাবগুলোর সদস্যরাও গ্যালারিতে দলকে উত্সাহ দেবেন। ৮টি অফিসিয়াল ফ্যান ফোরাম থেকে অন্তত ১৯৭ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
এ ছাড়া জার্মানির স্টুটগার্ট, নেদারল্যান্ডসের রুজেনডাল এবং ফ্রান্সের প্যারিস থেকে আরও ৩৫ জন করে সমর্থক ম্যাচটি সরাসরি উপভোগ করবেন।
চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে বার্সেলোনা, বর্তমানে তাদের অবস্থান টেবিলের ১২ নম্বরে। ব্রুগের বিপক্ষে জিতলে পয়েন্ট তালিকায় বেশ ভালো অগ্রগতি হতে পারে ফ্লিকের শিষ্যদের জন্য। উল্লেখযোগ্যভাবে, ২০০২-০৩ মৌসুমে এই একই মাঠে ব্রুগের বিপক্ষে হুয়ান রিকেলমের গোলে একমাত্র ম্যাচে জিতেছিল বার্সেলোনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















