বেলজিয়াম দলে ডে ব্রুইনে, নেই লুকাকু

নেশন্স লিগ

শঙ্কা কাটিয়ে বেলজিয়াম দলে ফিরেছেন ডে ব্রেুইন। নেশন্স লিগে দুই ম্যাচের দলে তারকা এই মিডফিল্ডারকে রেখেছে বেলজিয়াম। তবে অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে পাচ্ছে না তারা। শুক্রবার ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ দমেনিকো তেদেস্কো।

চোটের কারণে ডে ব্রুইনের আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। তার অবসর নিয়ে আলোচনা ছিল। এছাড়া ২০২৬ বিশ্বকাপে চোখ রেখে তরুণ ফুটবলারদের সুযোগ দিতে নিয়মিত খেলোয়াড়দের অনেককেই দলে রাখেননি বেলজিয়াম কোচ।

দলটি কোচ তেদেস্কো বলেন,‘বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হতে আমাদের হাতে ছয় মাস সময় আছে নতুন কিছু চেষ্টা করার। পরীক্ষা করার জন্য আমরা নতুন খেলোয়াড়দের আনতে পারি, তারা কীভাবে পারফর্ম করে সেটা দেখতে তাদেরকে সেই মঞ্চ দিতে পারি।’

‘আমরা তাদের (অভিজ্ঞদের) সামর্থ্য জানি, তাই এখন অন্যদের পরখ করে দেখতে পারি। কিন্তু কেভিন (ডে ব্রুইনে) ব্যতিক্রম। কেভিন আমাদের অধিনায়ক এবং আমি মনে করি, কেভিনকে ঘিরে আমরা এই তরুণ খেলোয়াড়দের বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারি।’

বাদ পড়া ইয়ানিক কারাসকো, লিয়ান্দ্রো ট্রোসার্ড ও অ্যালেক্স উইটসেলের সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তেদেস্কো। এই খেলোয়াড়দের ভবিষ্যতে ফেরানোর পথও খোলা রেখেছেন তিনি। আগামী ৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে বেলজিয়াম। তিন দিন পর ফ্রান্সের মুখোমুখি হবে তারা।

Exit mobile version