সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। বাজে সময়ের সীমানা থেকে তারা বের হতে পারছে না। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হারের ধাক্কাটা হয়তো এখনো তারা সামলে উঠতে পারেনি। ঘরোয়া লিগে আবার পয়েন্ট হারিয়েছে। লিভারপুলের কাছে হারের পর লা লিগায় রায়ো ভায়েকানোর সঙ্গে গোল শূন্য ড্র করেছিল দলটি। এখনো সেই ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। রবিবার রাতে এলচের সঙ্গে ২-২ গোলে খেলা শেষ করেছে।
রিয়াল মাদ্রিদ নিজেদের সৌভাগ্যবান আর দুর্ভাগাও ভাবতে পারে। সৌভাগ্যবান যে দুইবার পিছিয়ে পড়েও তারা ড্র করেছে। আর দুর্ভাগা এই কারণে- অধিকতর আধিপত্য বিস্তার করেও জয় পায়নি তারা।
এলচের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিক দল এগিয়ে যায়। ৫৩ মিনিটে গোলটি করেন অ্যালেক্স ফেবাস। এই গোলেই এলচে জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ৭৮ মিনিটে ডিন হুইসেন রিয়াল মাদ্রিদকে খেলায় ফিরিয়ে আনেন। তবে তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়ীন। ৮৪ মিনিটে আলভারো রদ্রিগুয়েজ আবার রিয়ালের আকাশ কালো মেঘে ঢেকে দেন। সেই মেঘ সরাতে খুব একটা সময় নেয়নি রিয়াল মাদ্রিদ। ৮৭ মিনিটে জুডে বেলিংহাম গোল করেন।
৮৪ মিনিটে রদ্রিগুয়েজের গোলের মাঝ দিয়ে এলচে ২০১৩ সালের পর লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছিল। শেষ পর্যন্ত তা হয়নি। এদিকে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালেও পয়েন্ট টেবিলে ঠিকই তারা শীর্ষস্থান ধরে রেখেছে। ১৩ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে বার্সেলোনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















