বেলিংহাম ও এমবাপ্পের গোলে জয় রিয়ালের

জুডে বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পের করা গোলের সুবাদে লা লিগায় গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে তারা নিজেদের মাঠের খেলায় ২-০ গোলে হারিয়েছে গেতাফেকে।

এ জয়ের ফলে বার্সেলোনাকে সরিয়ে রিয়াল মাদ্রিদের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ৩৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা বর্তমানে শীর্ষে রয়েছে। ৩৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে। তবে বার্সেলোনা একটা ম্যাচ বেশি খেলেছে। হাতে থাকা ম্যাচে জয় পেলেই রিয়াল মাদ্রিদ শীর্ষে উঠে যাবে।

জুডে বেলিংহাম ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। আট মিনিট পর স্কোরশিটে নাম লেখান কিলিয়ান এমবাপ্পে। শুরুর দিকে গোল খরায় ভুগলেও এমবাপ্পে এখন নিয়মিত গোলের দেখা পাচ্ছেন। আট গোল নিয়ে এ ফ্রেঞ্চ তারকা এখন যুগ্মভাবে লিগে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ স্কোরার। তার সঙ্গে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

এ ম্যাচেই এমবাপ্পে ছাড়িয়ে যেতে পারতেন ভিনিসিয়ুসকে। দ্বিতীয়ার্ধে গোলের দারুণ এক সুযোগ পেয়েছিলেন। কিন্তু বারের বাইরে মেরে সুযোগটি তিনি নষ্ট করেন।

Exit mobile version