বোকার হৃদয় ভেঙ্গে লিবারতাদোরেস কাপ ফ্লমিনিজের

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত হতে  চলেছে। উভয় দলমানসিকভাবে টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই বোকা জুনিয়র্সের হৃদয় ভেঙ্গে দেন জন কেনেডি। ইনজুরি সময়ে তার গোলে বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়ে লিবারতাদোরেস কাপ জয় করেছে ফ্লুমিনেজ। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করলো এই ফ্লুমিনিজ।

শনিবার রাতে ব্রাজিলের বিখ্যাত মাঠ মারকানায় বসেছিল লিবারতাদোরেস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। একদিকে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ফ্লুমিনিজ।

আর্জেন্টিনায় জম্ম নেওয়া জার্মান কানোর গোলে প্রথমার্ধে স্বাগতিক ফ্লুমিনিজে এগিয়ে যায়। তবে ৭২ মিনিটে বোকা জুনিয়র্সকে খেলায় ফেরান পেরুর লুইস অ্যাডভিনকুলা। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধও গোলশূন্যভাবে শেষ হতে চলেছিল। কিন্তু ৯৯ মিনিটে জন কেনেডি গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নেন। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তার। গোলের পর অতিরিক্ত আনন্দ করায় হলুদ কার্ড দেখেন তিনি। আগে একটি হলুদ কার্ড থাকায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

সুযোগ আসে বোকার সামনে। কিন্তু একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলার সুযোগটি কাজে তো লাগাতে পারেনি, উল্টো তারাও একটা লাল কার্ড পায়। এই ধাক্কা সামলে নিতে না নিতেই খেলার শেষ বাঁশি বেজে ওঠে।

আর্জেন্টিনা ও ব্রাজিল ক্লাবের খেলা, অথচ মারামারি হবে না তা হয় না। ম্যাচের আগে দুই দলের সমর্থকরা মারামারিতে জড়িয়েছিল। 

Exit mobile version