সেরি আ’তে শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারিয়েছে নাপোলি। গতকাল সোমবার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে বোলোনিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
৩১ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের থেকে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইন্টার মিলান। তাদের পয়েন্ট ৬৮। বোলোনিয়া চতুর্থ স্থানে, তাদের পয়েন্ট ৫৭।
ইন্টার মিলানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর দারুন সুযোগ ছিল নাপোলির। এমনিতেই ইন্টার মিলান নিজেদের ম্যাচে পয়েন্ট হারিয়েছিল। তারপর নাপোলি নিজেদের ম্যাচে আগে গোল করে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু প্রথমার্ধের ১৮ মিনিটে আন্দ্রে ফ্রাঙ্কের করা গোলটি তারা ধরে রাখতে পারেনি।
বোলোনিয়ার ব্যর্থতায় নাপোলি তাদের গোলটি পায়। বোলোনিয়ার খেলোয়াড়দের দুর্বলতার সুযোগে মাঝমাঠে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যান। বোলোনিয়ার গোলরক্ষক দারুণ এক ধোকায় বল জালে জড়িয়ে দেন জাম্বো আনগুইসা।
বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বোলোনিয়া। ৬৪ মিনিটে সেই সুযোগ তাদের সামনে আসে। ড্যান প্রতিপক্ষের বিপদ সীমানার মাঝে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ইন্টার মিলানের পয়েন্টে ভাগ বসায়।