ব্যর্থতার দায়িত্ব কাঁধে প্লেমাউথ ক্লাবের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ওয়েনি রুনি। প্লেমাউথ ক্লাবের কোচ হিসেবে মাত্র ২৫ ম্যাচ স্থায়িত্ব ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও জাতীয় দলের সাবেক এই তারকার মেয়াদ।
খেলোয়াড় হিসেবে মাঠে আলো ছড়ালেও কোচ হিসেবে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন রুনি। এর আগে তিনি ডার্বি কাউন্টি, ডিসি ইউনাইটেড আর বার্মিংহাম সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও সেখানেও কোনো সাফল্য পাননি। ফলে এবারের দায়িত্বের মেয়াদ সাত মাসেই শেষ হয়ে গেল রুনির। তার অধীনে প্লেমাউথ ২৫ ম্যাচে মাত্র পাঁচ ম্যাচে জয়ের দেখা পেয়েছে।
রুনির সঙ্গে সর্ম্পকচ্ছেদের পর প্লেমাউথ এক বিবৃতিতে জানায়, সমঝোতার ভিত্তিতে আমরা রুনির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছি। আমাদের এই সিদ্ধান্ত এখন থেকে কার্যকর হবে।
বিদায়ের পর এক বিবৃতিতে রুনি বলেন, প্লেমাউথ সবসময় আমার হৃদয়ে থাকবে। আমি সব সময় তাদের পাশে থাকবো, আশা করছি তারা ভবিষ্যতে ভালো ফল করবে।