ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা; নেই মেসি-রোনালদো

লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া ব্যালন ডি’অর পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ পেলো। এই প্রথম দুই কিংবদন্তির কেউ মনোনয়ন পাননি। যা ২০০৩ সালের পর এইবারই প্রথম।

গতকাল রাতে ২০২৪ সালের ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে থাকা ৩০ ফুটবলারের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেই তালিকায় নেই আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবং পাঁচবার জেতা রোনালদো। প্যারিসে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২৮ অক্টোবর।

মনোনীত হলেন যারা-

জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ)

রুবেন ডিয়াস (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি)

ফিল ফোডেন (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি)

ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ)

এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা)

আরলিং হাল্যান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)

নিকো উইলিয়ামস (স্পেন/অ্যাথলেটিক বিলবাও)

গ্রানিত জাকা (সুইজারল্যান্ড/বেয়ার লেভারকুসেন)

আর্টেম ডভবাইক (ইউক্রেন/রোমা)

টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ)

ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)

দানি ওলমো (স্পেন/বার্সেলোনা)

ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি/বেয়ার লেভারকুসেন)

মার্টিন ওডেগার্ড (নরওয়ে/আর্সেনাল)

ম্যাটস হুমেলস (জার্মানি)

রদ্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি)

হ্যারি কেন (ইংল্যান্ড/বায়ার্ন মিউনিখ)

ডেক্লান রাইস (ইংল্যান্ড/আর্সেনাল)

ভিতিনহা (পর্তুগাল/পিএসজি)

কোল পালমার (ইংল্যান্ড/চেলসি)

দানি কারভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ)

লামিন ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)

বুকায়ো সাকা (ইংল্যান্ড/আর্সেনাল)

হাকান কালহানোগ্লু (তুরস্ক/ইন্টার মিলান)

উইলিয়াম সালিবা (ফ্রান্স/আর্সেনাল)

কাইলিয়ান এমবাপে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)

লৌতারো মার্টিনেজ (আর্জেন্টিনা/ইন্টার মিলান)

অ্যাডেমোলা লুকম্যান (নাইজেরিয়া/আটলান্টা)

আন্তোনিও রুডিগার (জার্মানি/রিয়াল মাদ্রিদ)

আলেহান্দ্রো গ্রিমাল্ডো (স্পেন/বেয়ার লেভারকুসেন)

Exit mobile version