প্যারিসের থিয়েটার দু শাটলেতে আজ রাত ১টা ৪৫ মিনিটে জমকালো এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার। ফুটবল বিশ্বের ব্যক্তিগত অর্জনের শীর্ষ এই পুরস্কারের মঞ্চে এবারই প্রথম নেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। ফলে এবার ব্যালন ডি’অরের জন্য নতুন একজন মুখকে দেখা যাবে।
সবচেয়ে আলোচিত নাম রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ভিনিসিয়ুসকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে চিহ্নিত করে গোল্ডেন বুট প্রস্তুত রাখার কথা জানিয়েছে। ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে ভিনিসিয়ুস রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ৩৯ ম্যাচে ২৪ গোল এবং ১১টি অ্যাসিস্টের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করে আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও অর্জন করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
তবে, ভিনিসিয়ুসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইউরো এবং অন্যান্য টুর্নামেন্টে সাফল্যের জন্য তাকে বিশ্বসেরা মিডফিল্ডার হিসেবে উল্লেখ করেছেন পেপ গার্দিওয়ালা। রদ্রির জাতীয় দলের পারফরম্যান্সও উজ্জ্বল, যা তাকে ভিনিসিয়ুসের থেকে এগিয়ে রাখছে বলে ধারণা।
তাছাড়া ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যামের নামও আলোচনায় আছে। লাউতারো ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা, অন্যদিকে বেলিংহ্যাম রিয়ালের হয়ে অসাধারণ খেলছেন।
ব্যক্তিগত অর্জনের এই গুরুত্বপূর্ণ রাতে আরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।