বিশ্ব ফুটবলে অন্যতম আকর্ষণীয় পুরস্কার ব্যালন ডি’অর ঘিরে বিতর্ক এবারও রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স ফুটবলের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করেছে। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজের হাতে পুরস্কার ওঠায় রিয়াল মাদ্রিদ এই অনুষ্ঠানকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে বয়কট করে।
রিয়ালের দাবি, তাদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও দানি কারভাহাল যথার্থ সম্মান পাননি। রিয়ালের যুক্তি অনুযায়ী, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোটে কারভাহালের মতো খেলোয়াড়ও পুরস্কার পাওয়ার দাবি রাখেন।
রিয়ালের এই অভিযোগের জবাবে ফ্রান্স ফুটবলের এডিটর-ইন-চিফ ভিনসেন্ট গার্সিয়া জানিয়েছেন, একই ক্লাবের একাধিক খেলোয়াড় থাকায় ভিনিসিয়ুসসহ অন্য খেলোয়াড়দের পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। লেকিপে টেলিভিশনের সাথে আলাপকালে তিনি বলেন, “রিয়াল মাদ্রিদের চার-পাঁচজন খেলোয়াড়ের জন্য ভোট ভাগাভাগি হয়ে রদ্রি সুবিধা পেয়েছেন। ভিনিসিয়ুসের শীর্ষ পাঁচে থাকা বেলিংহ্যাম ও কারভাহালের উপস্থিতির জন্য রদ্রি এগিয়ে গেছে।”
গার্সিয়া এও জানান, “রিয়াল মাদ্রিদের সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। অন্য ক্লাবের ক্ষেত্রেও এমন হয়ে থাকে, কিন্তু রিয়ালের অনুপস্থিতির কথা শুনে দুঃখ পেয়েছি।” তিনি আরও উল্লেখ করেন যে ব্যালন ডি’অরের আগে কোনো ক্লাব বা খেলোয়াড়কে বিজয়ী সম্পর্কে জানানো হয় না।