২০২৪ সালে বর্ষসেরা ফুটবলের পুরস্কার ব্যালন ডি অর জয় করেছেন তারকা রদ্রি। তবে ম্যানচেস্টার সিটির এই ফুটবলারের হাতে ব্যালন ডি অর পছন্দ হয়নি অতীতে একাধিকবার এই পুরস্কার জয়ী খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রোনালদোর এই প্রশ্নকে মোটেও ভালোভাবে নেননি রদ্রি।
এবারের ব্যালন ডি অর জয়ী লড়াইয়ে রদ্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতে পুরস্কার জয়ের জন্য উপযুক্ত ছিলেন ভিনিসিয়ুস। কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। শুধু তাই নয়, ফাইনালে গোলও পেয়েছেন তিনি।
এক সাক্ষাতকারে রোনালদোর এমন মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসার জবাবে রদ্রি বলেন, এটা সত্যিই বিষ্ময়কর। কেননা ব্যালন ডি অরের নির্বাচন প্রক্রিয়া অন্য অনেকের তুলনায় রোনালদো ভালো করেই জানেন। এ বছর যে সব সাংবাদিক ভোট দিয়েছেন তারা আমাকে যোগ্য মনে করেছেন। সম্ভবত সেই একই সাংবাদিক ব্যালন ডি অর নির্বাচনে রোনালদোকেও ভোট দিয়েছিলেন। আমার বিশ্বাস রোনালদো সে সময় এ নির্বাচন প্রক্রিয়া মেনে নিয়েছিলেন।’
রোনালদোর মতো রিয়াল মাদ্রিদ মনে করে এবারের পুরস্কারটা ভিনিসিয়ুস জুনিয়রের প্রাপ্য ছিল। তেমনটা না হওয়ায় এবারের অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ আসরে ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেছিলেন। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।
ভিনিসিয়ুস জুনিয়র পরবর্তীতে ফিফার দ্য বেস্ট মেন্স পুরস্কার ও গ্লোব সকারের সেরা নির্বাচিত হন।