ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে নেইমারকে না রাখায় বিতর্ক থাকছেই না! চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কার্লো আনচেলত্তির ঘোষিত দলে নেইমারের নাম না থাকায় ভক্তরা বিস্মিত হয়েছিলেন। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো । ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন নেইমার!
তিনি বলেন, এটা তো নেই। এখানে আর পেছনে ফেরার উপায় নেই…খুব শিগগিরই সে ফিরে আসবে এবং আবারও আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে নেইমারের ফেরা সঙ্গে সঙ্গে হবে না। রোনালদিনহো ভাষায়, ‘আমি মনে করি এটা একটা প্রক্রিয়া।’
দল থেকে বাদ পড়ার পর অনেকে ভেবেছিলেন নেইমারের হয়তো চোট আছে। কিন্তু নেইমার নিজেই জানিয়েছিলেন, এটি কোচের ‘টেকনিক্যাল সিদ্ধান্ত। আনচেলত্তিও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘সে ঠিক বলেছে। এটি টেকনিক্যাল সিদ্ধান্ত।
এর পেছনে অনেক কারণ আছে… কেউ নেইমারের টেকনিক্যাল মান নিয়ে প্রশ্ন তুলতে পারে না। আমরা দেখছি তার শারীরিক অবস্থা কেমন। শুধু তার নয়, সবার ক্ষেত্রেই তাই। একই সংবাদ সম্মেলনে রোনালদিনিও ব্রাজিল কোচ আনচেলত্তিকে নিয়েও মত দেন।
তার ভাসায়, ‘আনচেলত্তি এখনই কাজ শুরু করেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। বলতে হবে তিনি সফল মানুষ এবং তার অভিজ্ঞতা অনেক। আমি চাই তিনি সেরা কাজ করুন এবং দেশকে আবার শীর্ষে ফিরিয়ে আনুন।’
২০০৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদিনহো মিলানে খেলেছিলেন ২০০৮ সালে। তখন আনচেলত্তি ছিলেন তার অষ্টম ও শেষ মৌসুমে। সেই মৌসুমে রোনালদিনিও ৩৬ ম্যাচ খেলেছিলেন এবং ১০ গোল করেছিলেন। তবে শিরোপা জেতা হয়নি।
শুধু নেইমার নয়, সেপ্টেম্বরের দলে রাখা হয়নি ভিনিসিয়ুস জুনিয়র আর রোনালদিনহো। কারণ ক্লাব বিশ্বকাপে খেলে তারা খানিকটা ক্লান্তও। আনচেলত্তি এই সময়ে নতুন তরুণদের দেখার সুযোগ নিয়েছেন।
চিলির বিপক্ষে ব্রাজিলের আক্রমণে খেলেছেন রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেলি, এস্তেভাও আর জোয়াও পেদ্রো। পরে বদলি হিসেবে মাঠে নেমেছেন কাইও জর্জ, লুইজ এনরিক ও রিচার্লিসন।
