ব্রাজিলকে রুখে দিল কোস্টারিকা

কোস্টারিকার বিপক্ষে হতাশার ড্র দিয়ে কোপা আমেরিকা ফুটবলে শিরোপা পুনরুদ্ধার মিশন শুরু করলো ব্রাজিল। বহু সুযোগ পেয়েও কোস্টারিকার বিপক্ষে কোস্টারিকার বিপক্ষে গোলমুখ খুলতে পারেনি ৯ বারের চ্যাম্পিয়নরা।

কোপা আমেরিকার হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে মুখোমুখি হয়েছিল শক্তিশালী ব্রাজিল ও কোস্টারিকা। জমজমাট এই ম্যাটচে অসংখ্য সুযোগ হারিয়ে জিততে পারেনি কেউ। ম্যাচের ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের পায়নি দরিভাল জুনিয়রের দল।

আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে ২৫তম মিনিটে রদ্রিগোর দুর্দান্ত পাসে সুযোগ পেয়ে ব্যর্থ পাকেতা। পরের মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হেড বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে! একের পর এক আক্রমণে কোস্টা রিকাকে প্রবল চাপে রাখা ব্রাজিল ২৯তম মিনিটে বল পাঠায় জালে। কিন্তু ভিএআর রেফারির সঙ্গে তিন মিনিটের বেশি সময় কথা বলে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ফলে ব্রাজিলের গোলটি বাতিল হয়ে যায়।

৪২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের চমৎকার ক্রসে ডি বক্সের মাথা থেকে আরেকটি লক্ষ্যভ্রষ্ট শটে ব্রাজিলের হতাশা বাড়ান পাকেতা। এরপর যোগ করা সময়ে রদ্রিগোর আরেকটি শট ক্রসবারের ওপর দিয়ে গেলে সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও একই রকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ৬০তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগও আসে। রাফিনিয়ার নিচু ক্রসে ভিনিসিউসের ফ্লিকে পেনাল্টি স্পটের কাছে বল পান রদ্রিগো। তার দ্রুত নেওয়া শটে হাক্সেল কিরোসের দারুণ ব্লকে অপেক্ষা বাড়ে ব্রাজিলের ।

তিন মিনিট পর পাকেতার তীব্র গতির শট ফিরে আসে পোস্ট কাঁপিয়ে। আরও একবার গোলের দুয়ার থেকে ফেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭০তম মিনিটে নিষ্প্রভ জোয়াও গোমেস ও ভিনিসিউসের জায়গায় মাঠে আসেন সাভিনিয়ো ও এন্দ্রিক।

বদলি নামার কয়েক সেকেন্ডের মধ্যে গোলের জন্য শট নেন এন্দ্রিক। জটলার মধ্যে সেটি ঠেকান একজন। পরের মিনিটে ব্রাজিলের তরুণ সেনসেশনের চ্যালেলেঞ্জের মুখে নিজেদের জালেই বল পাঠিয়ে দিচ্ছিলেন কিরোস। ভাগ্য ভালো তার, হেড যায় গোলরক্ষক বরাবর!

৭৮তম মিনিটে আবার দূরপাল্লার শটে চেষ্টা ব্যর্থ হন গিলেরমো আরানা। ৮৬তম মিনিটে বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় রদ্রিগোর সঙ্গে ধাক্কায় পড়ে যান সেকেইরা। বল নিয়ন্ত্রণে নিলেও সুযোগ কাজে লাগাতে পারেননি রদ্রিগো। সুযোগ এসেছিল এর পরেও কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতায় জালের দেখা পায়নি ব্রাজিল।

এই প্রথম ব্রাজিল ও কোস্টা রিকার কোনো ম্যাচ ড্র হলো। আগের ১১ লড়াইয়ের ১০টিতেই জিতেছিল ব্রাজিল, একটিতে কোস্টা রিকা।

Exit mobile version