আগেভাগে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার। কিন্তু এক পয়েন্ট নয়, পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার সকালে নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় তারা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে। আর্জেন্টিনার হয়ে হুলিয়ান আলভারেজ, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও গুইলিয়ানো সিমোওনে গোল করেছেন।
চির প্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ নিয়ে মাঠের বাইরে উত্তাপ কম ছিল না। তবে সেই উত্তাপে কিছুটা হলেও পানি ঢেলেছিল ইনজুরি। দুই দলের দুই প্রাণ ভোমরা লিওনেল মেসি ও নেইমার ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি। এতে করে ম্যাচে উত্তেজনার কমতি ছিল তা বলা যাবে না। কেননা ম্যাচটি ব্রাজিল আর্জেন্টিনার।
সেই ২০১৯ সাল। তারপর একে একে কেটেছে ছয়টি বছর। এ সময়ে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারেনি। সর্বোচ্চ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। বেশির ভাগ ম্যাচে হারের লজ্জায় ডুবতে হয়েছে তাদের। এবার সেই জয় খরা থেকে তারা বের হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দলটি। যদিও কাজটা ছিল খুবই কঠিন। তবে আর্জেন্টিনার তুলনায় ভালো ফল নিয়েই এ ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্র ছিল ব্রাজিলের সঙ্গী। অন্যদিকে আর্জেন্টিনার সঙ্গী ছিল তিন জয়, এক ড্র ও এক হার।
অবশ্য এ ম্যাচে নামার আগেই আর্জেন্টিনার চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছিল। এ ম্যাচের আগে মাঠে নেমেছিল বলিভিয়া ও উরুগুয়ে। ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় আর্জেন্টিনার চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল।
এ জয়ের ফলে ১৪ ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৩১, ব্রাজিলের ২১। আর্জেন্টিনা সপ্তম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। তাদের আগে বিশ্বকাপের তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পাশাপাশি জাপান, ইরান ও নিউজিল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছেছে।