ব্রাজিলকে হারিয়ে প্লে অফে বলিভিয়া

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের শেষ ম্যাচে উভয় দলের দারুণ মিল। দুই দল অ্যাওয়ে ম্যাচে হেরেছে। উভয় দলের হারের ব্যবধান ১-০। শুধু তাই নয়, প্রতিপক্ষ পেনাল্টি গোলে জয় পেয়েছে। উভয় ম্যাচে গোল হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা হেরেছে ইকুয়েডরের কাছে। আর ব্রাজিলের হার বলিভিয়ার কাছে। বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে বলিভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মিগুয়েল টেরসেরস।

হার সত্ত্বেও আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বাছাই পর্ব শেষ করেছে। অন্যদিকে এবারের বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন না আনলে ব্রাজিলকে বড্ড নাজুক পরিস্থিতির মুখোমুখি হতে হতো। ম্যাচ শুরুর আগে তারা দ্বিতীয় স্থানে থাকলেও হারের পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা পাঁচে চলে আসছে। অন্যদিকে এ জয়ের ফলে বলিভিয়ার সামনে বিশ্বকাপ খেলার হাতছানি তৈরি হয়েছে। সরাসরি নয়, প্লে অফের সুযোগ পেয়েছে তারা। ১৮ ম্যাচ শেষ তাদের পয়েন্ট ২০।

২০১৫ সালের পর এই প্রথম ব্রাজিলের বিপক্ষে জয় পেল বলিভিয়া। শেষ পর্যন্ত প্লে অফে জয়ী হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পেলে এটা হবে বলিভিয়ার চতুর্থ বিশ্বকাপ। ১৯৯৪ সালের পর এটাই হবে তাদের প্রথম বিশ্বকাপ।

ব্রাজিলের এক হারে পয়েন্ট টেবিলে ব্যাপক রদবদল হয়েছে। আর্জেন্টিনার (৩৮) পর রয়েছে ইকুয়েডর (২৯)। তারপর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার কলাম্বিয়া (২৮) ও উরুগুয়ে (২৮)। ব্রাজিল (২৮) পঞ্চম স্থানে, আর প্যারাগুয়ে (২৮) ষষ্ঠ স্থানে।

Exit mobile version