ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে নতুন অধ্যায় লিখল ফ্ল্যামেঙ্গো। মঙ্গলবার (২৬ আগস্ট) ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ভিটোরিয়ার বিপক্ষে তারা গড়ল রেকর্ড। ৮-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে ব্রাসিলেইরাঁওয়ের ইতিহাসে (২০০৩ সালে পয়েন্টভিত্তিক ফরম্যাট শুরুর পর থেকে) সবচেয়ে বড় ব্যবধানের জয়ের কীর্তি গড়েছে ক্লাবটি।
এর আগে প্রতিযোগিতার সর্বোচ্চ ব্যবধান ছিল ৭-০। ২০০৩ মৌসুমে ক্রুজেইরো বাহিয়াকে, একই বছর গইয়াস জুভেন্তুদেকে আর ২০০৪ সালে সাও পাওলো পায়সান্দুকে এই ব্যবধানে হারিয়েছিল। ফ্ল্যামেঙ্গোর আট গোলের জয়ে সেই রেকর্ড ভেঙে গেল।
এ জয় ফ্ল্যামেঙ্গোর নিজস্ব ইতিহাসেও বিশেষ। কারণ ১৯৮১ সালে ফোর্তালেজার বিপক্ষে পাওয়া তাদের আরেকটি ৮-০ জয়ের সঙ্গে এই সাফল্য সমান হলো।
প্রায় ৬০ হাজার দর্শকের সামনে মারাকানার গ্যালারি মঙ্গলবার রাতের সাক্ষী হলো ফ্ল্যামেঙ্গোর গৌরবময় আর আনন্দঘন মুহূর্তের।
