ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

সৌদি ক্লাব আল নাসরের হয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তিন মৌসুম শিরোপার সন্ধান না পাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই পর্তুগীজ। তার ক্লাব ছাড়ার গুঞ্জন তৈরি হয়েছে।

আগামী ৩০ জুন আল নাসরের সঙ্গে চুক্তির ইতি হবে রোনালদোর। ৪১ বছরের রোনালদোকে এরই মধ্যে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে ক্লাবটি। শুরুতে রোনালদো সম্মতও ছিলেন। কিন্তু হঠাৎ করে চুক্তি নিয়ে আলোচনা বন্ধ রেখেছেন রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ব্রাজিলের একটা ক্লাব রোনালদোকে পেতে দেন দরবার শুরু করেছে। আসন্ন ক্লাব বিশ্বকাপ টোপ বানিয়ে রোনালদোকে দলে পেতে চায় ক্লাবটি। ব্রাজিলের চারটি ক্লাব বোতাফোগো, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেজ ও পালমেইরাস ক্লাব বিশ্ব কাপে খেলবে। এই চার ক্লাবের একটি থেকে প্রস্তাব পেয়েছেন রোনালদো।

আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্ব কাপ। সে ক্ষেত্রে রোনালদোর শুরু থেকে খেলার কোনো সম্ভাবনা নেই। কেননা ৩০ জুন পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি তার। ২৭ জুন ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। সে হিসেবে রোনালদো দ্বিতীয় পর্বের আগে খেলার সুযোগ পাবেন না।

ভিন্ন আর একটা বিষয় তো থাকছেই। আল নাসর তার সঙ্গে যেভাবে চুক্তি করবে, ব্রাজিলের কোনো ক্লাব সেভাবে চুক্তি করতে পারবে না। ফলে রোনালদো আর্থিকভাবে বড় ক্ষতি মেনে নিয়ে দল ছাড়তে হবে।

Exit mobile version