ব্রাজিলের জয়ও ৩-০ ব্যবধানে

বিশ্বকাপ বাছাই

বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবগুলো দলই শুক্রবার ভোরে মাঠে নেমেছিল। ম্যাচগুলোতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে, কলাম্বিয়া বলিভিয়ার বিপক্ষে খেলেছে। এছাড়া উরুগুয়ের প্রতিপক্ষ ছিল। আর ব্রাজিলের খেলেছে চিলির বিপক্ষে। অন্য এক ম্যাচে মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে ও ইকুয়েডর।

পাঁচ ম্যাচের চারটিতে দারুণ মিল। এই চার ম্যাচে জয়ী দল ৩-০ গোলে জয় পেয়েছে। আর্জেন্টিনা ৩-০ গোলে ভেনেজুয়েলাকে, কলাম্বিয়া একই ব্যবধানে বলিভিাকে হারিয়েছে। পেরুর বিপক্ষে উরুগুয়েরও জয় ৩-০ গোলে। ব্রাজিল ও চিলির ম্যাচও নিষ্পত্তি হয়েছে ৩-০ গোলে।

প্যারাগুয়ে ও ইকুয়েডর ম্যাচ ড্র হয়েছে। এ ম্যাচে কোনো দল কোনো গোল করতে পারেনি।

ব্রাজিল ম্যাচে গোল করেছেন এস্তেভাও, পাকুয়েতা ও গুইমারেস। এস্তেভাও ৩৮ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল করেন পাকুয়েতা ও গুইমারেস। ৭২ মিনিটে পাকুয়েতার গোলের চার মিনিট পর গুইমারেস স্কোরশিটে নাম লেখান।

এ জয়ের ফলে বাছাই পর্বে ব্রাজিলের দ্বিতীয় হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৮। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে পয়েন্ট হারালে ব্রাজিল দ্বিতীয় স্থান হারাতে পারে। কেননা উরুগুয়ে (২৭), ইকুয়েডর (২৬), কলাম্বিয়া (২৫) ও প্যারাগুয়ে (২৫) পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দিকে লোভাতুর চোখে তাকিয়ে রয়েছে।

দক্ষিণ আমেরিকায় অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। এ তালিকাটা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি উরুগুয়ে, ইকুয়েডর, কলাম্বিয়া ও প্যারাগুয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। প্লে অফের মাধ্যমে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ রয়েছে ভেনেজুয়েলা (১৮) ও বলিভিয়ার (১৭)।

Exit mobile version