নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলে একই দিনে বিপরীত স্বাদ পেলো ব্রাজিল ও আর্জেন্টিনা। সোমবার নিজেদের মাঠের খেলায় ব্রাজিল ২-১ গোলে জাপানকে হারিয়েছে। আর অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। একই দিন অনুষ্ঠিত অন্য এক ম্যাচে দক্ষিণ কোরিয়া ও কলাম্বিয়া ১-১ গোলে ড্র করেছে।
জয় পেলেও ব্রাজিলকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। ম্যাচে জাপানের দুর্ভাগ্যও বলা যায়। আগে গোল করেও তারা জয়ের দেখা পায়নি। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় জাপান। ৪৬ মিনিটে সেইকের গোলে এগিয়ে যাওয়ার আট মিনিটে পর জাপানকে বড় ধাক্কা হজম করতে হয়। আত্মঘাতি গোল হজম করে তারা। আর শেষদিকে জনসন গোল করে ব্রাজিলকে জয় এনে দেয়।
অন্যদিকে আর্জেন্টিনা কিছুটা প্রতিরোধ গড়লেও বড় হার এড়াতে পারেনি। অস্ট্রেলিয়ার সায়ের জোড়া গোল করেন। এগমন্ড ও হেম্যান অন্য দুই গোল করেন।
সায়েরের গোলে ম্যাচের শুরুতে আর্জেন্টিনা এগিয়ে গেলেও বেশিক্ষণ এই ব্যবধান ধরে রাখতে পারেনি। ২৩ মিনিটে নুনেজের গোলে সমতায় আসে আর্জেন্টিনা। এরপর আরও তিন গোল হজম করে তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















