ব্রাজিলের বিপক্ষে তদন্তে নামছে ফিফা

ব্রাজিলের ফুটবলে অশনি সংকেত। মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ফুটবলের ম্যাচ নিয়ে যা হয়েছে তা কেবলই ঘৃণা কুড়িয়েছে। এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ব্রাজিলের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে। শুক্রবার তারা এ ব্যাপারে কার্যক্রম শুরু করেছে।

ফিফা জানিয়েছে, মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতায় দায়ে ব্রাজিেলের ফুটবল ফেডারেশনের বিপক্ষে অভিযোগ আনা হয়েছে।

ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের শুরুতে জটিলতা দেখা দেয়। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার জাতীয় সঙ্গীতের সময় ব্রাজিলের দর্শকেরা দুয়ো ধ্বনি দিতে থাকে। সেখান থেকে সমস্যা জটিলতা ধারণ করে। তবে তার আগে দুই দেশের সমর্থকদের পতাকা টানানো নিয়ে শুরু হয় মূল সমস্যা। আগে থেকে ছোট্ট আকারের আর্জেন্টিনার সমর্থকদের পতাকা ফেলে দিয়ে ব্রাজিলের সমর্থকরা তাদের বিশাল পতাকা টানায়। তা নিয়েই শুরু হয় ঝামেলা। ব্রাজিলের পুলিশ লাঠি নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের ওপর চড়াও হয়। তারই ধারবাহিকতায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। প্রায় আধাঘন্টা দেরিতে শুরু হয় দীর্ঘ প্রতীক্ষিত আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ।

শুধু তাই নয়, নিরাপত্তার কারণে মেসিরা মাঠ ছেড়ে চলেও গিয়েছিলেন। গ্যালারিতে উপস্থিত পরিবারের সদস্যদের নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। এ সম্পর্কে মেসি বলেন, গ্যালারিতে আমাদের খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ছিলেন। আমরা ম্যাচের চেয়ে তাদের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।

ব্রাজিলের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে বিভিন্ন রকম শাস্তি হতে পারে। পয়েন্ট কাটা যেতে পারে, আবার দর্শকশূন্য মাঠে খেলতেও হতে পারে। পয়েন্ট কাটার শাস্তি পেলে বড় ধরণের ক্ষতির মুখে পড়তে পারে  ব্রাজিল। তবে তদন্ত শেষ করতে কতদিন সময় লাগবে সে ব্যাপারে ফিফা কিছু জানায়নি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এ বছর আর নেই। পরবর্তী ম্যাচ প্রায় এক বছর পর। আগামী সেপ্টেম্বরে মাঠে নামবে এ অঞ্চলের দলগুলো। এখনো দিন তারিখ ঠিক হয়নি। সেপ্টেম্বরে ব্রাজিল নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে খেলবে। একই সময়ে আর্জেন্টিনা নিজেদের মাঠে চিলির মোকাবেলা করবে।

এর আগে অবশ্য ব্রাজিল ও আর্জেন্টিনা আবার মুখোমুখি হতে পারে। আগামী বছর যুক্তরাস্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। সেখানেই চির প্রতিদ্বন্দ্বী দল দুটো একে অপরের বিপক্ষে মাঠে নামতে পারে। আগামী ২০ জুন শুরু হবে কোপা আমেরিক। শেষ হবে ১৪ জুলাই।

Exit mobile version