বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ডিসিপ্লিনারি কমিটি ব্রাজিলকে ৫৯ হাজার ডলার এবং আর্জেন্টিনাকে ২৩ হাজার ডলার জরিমানা করেছে।
গত নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুই দলের সমর্থকদের মারামারির কারণে উভয় দেশের ফুটবল সংস্থাকে এই জরিমানা করেছে ফিফা।
গত বছরের নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
দুই দলের সমর্থকদের মারামারির কারণে ম্যাচটি ২৭ মিনিট দেরিতে শুরু হয়েছিল। অবস্থার অবনতির কারণে সে সময় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল মাঠ ছেড়ে চলে গিয়েছিল।
পরিস্থিতি শান্ত হওয়ার পর মেসির দল মাঠে ফিরে আসে এবং ম্যাচে তারা ১-০ গোলে জয় পায়।
মাঠে সমর্থকদের নিয়ন্ত্রণে ব্যর্থ এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারায় ব্রাজিলকে এই জরিমানা করা হয়েছে। অন্যদিকে মাঠে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় আর্জেন্টিনাকে জরিমানা করা হয়েছে।
আর্জেন্টিনাকে আরো ৫৯ হাজার ডলার জরিমানা গুনতে হবে। বিশ্বকাপ বাছাই পর্বে অন্য দুই ম্যাচে সমর্থকরা বর্ণ বৈষম্য আচরণের জন্য এই জরিমানা দিতে হবে। এই অর্থ বর্ণ বৈষম্য বিরোধী শিক্ষায় ব্যয় করা হবে।
মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার কাছে হার ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে। এই হার তাদেরকে এক ধাক্কায় পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নিয়ে এসেছে। ৬ খেলা শেষে তাদের পয়েন্ট ৭। অন্যদিকে সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ৬ ম্যাচে ব্রাজিল মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে।
বিশ্বকাপ বাছাই পর্বে এখন বিরতি চলছে। লম্বা একটা সময় বিরতিতে থাকছে তারা। পরবর্তী ম্যাচ সেপ্টেম্বরে। সে সময় ব্রাজিল নিজেদের মাটিতে ইকুয়েডরের বিপক্ষে খেলবে। অন্যদিকে আর্জেন্টিনা চিলি আতিথেয়তা দেবে।