ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটোর জন্য স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন স্পেনের বয়সভিত্তিক দলে খেলা ডিফেন্ডার পাবলো মাফেও। ২৮ সদস্যের সেই স্কোয়াডে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালা ও জিওভানি লো সেলসো।

ব্রাজিলের বিপক্ষে আগামী ২১ তারিখ মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে ১৬ তারিখ মেসিদের প্রতিপক্ষ উরুগুয়ে।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াডঃ

ফরোয়ার্ডঃ

লিওনেল মেসি (ইন্টার মায়ামি)

আনহেল দি মারিয়া (বেনফিকা)

পাওলো দিবালা (এএস রোমা)

হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি)

লাওতারো মার্তিনেস (ইন্তের মিলান)

নিকোলাস গন্সালেস (ফিওরেন্তিনা)

লুকাস ওকাম্পোস (সেভিয়া)

মিডফিল্ডারঃ

এনসো ফের্নান্দেস (চেলসি)

রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ)

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল)

লেয়ান্দ্রো পারেদেস (এএস রোমা)

গিদো রদ্রিগেস (রেয়াল বেতিস)

এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)

জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার)

ডিফেন্ডারঃ

ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার)

নিকোলাস ওতামেন্দি (বেনফিকা)

মার্কোস আকুনিয়া (সেভিয়া)

নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ)

গন্সালো মন্তিয়েল (নটিংহ্যাম ফরেস্ট)

নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ)

পাবলো মাফেও (রেয়াল মায়োর্কা)

হের্মান পেৎসেয়া (রেয়াল বেতিস)

লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা)

ফ্রানসিস্কো ওরতেগা (অলিম্পিয়াকোস)

গোলকিপারঃ

এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা)

ফ্র্যাঙ্কো আরমানি (রিভার প্লেট)

হুয়ান মুসো (আতালান্তা)

ওয়াল্তার বেনিতেজ (পিএসভি)

Exit mobile version