উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফের ফিরতি লেগে প্যারিস সেন্ত জার্মেই গোল বন্যায় ভাসিয়েছে ব্রেস্টকে। নিজেদের মাঠের খেলায় ৭-০ গোলে জয় পেয়েছে জার্মেই। প্রথম লেগের খেলায় ৩-০ গোলে এগিয়ে থাকায় জার্মেই ১০-০ গোল গড়ে জয় পায়।
প্যারিস সেন্ত জার্মেইয়ের বিশাল এ জয়ে কোনো খেলোয়াড় একাধিক গোলের দেখা পায়নি। সাত খেলোয়াড় একটি করে গোল করেছেন।
পিএসজি-ব্রেস্ট ম্যাচটা রেকর্ড বুকে স্থান করে নিয়েছে। উভয় দলের জন্য রেকর্ড। পিএসজির জন্য সম্মানের আর ব্রেস্টের জন্য লজ্জার। ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি পিএসজির। অন্যদিকে প্রথম আসের বড্ড লজ্জার বিদায় হলো ব্রেস্টের।
প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকায় ম্যাচ নিয়ে তেমন কোনো তাড়াহুড়া ছিল পিএসজির। ফলে ম্যাচের শুরুটা ছিল ধীর গতির। প্রথম গোল পেতে পিএসজিকে ২০ মিনিট অপেক্ষায় থাকতে হয়। দ্বিতীয় গোলও তারা প্রায় ২০ মিনিট পর ৩৯তম মিনিটে। দ্বিতীয়ার্ধে গোল বন্যায় ব্রেস্টকে ভাসিয়ে দেয় পিএসজি। একে একে পাঁচবার ব্রেস্টের জালে বল পাঠায় তারা। এ জয়ের ফলে ব্রেস্টের বিপক্ষে ৩২ ম্যাচে অপরাজিত থাকার কীর্তিও গড়েছে শেষ ষোলোতে পৌঁছানো দলটি।