ভক্তদের হতাশ করে দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

মেজর লিগ সকারে দুইবার এগিয়ে থেকেই জিততে পারেনি মেসির মায়ামি। ম্যাচটি দেখার জন্য আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে উস্থিত ছিল প্রায় ৬৮ হাজার দর্শক। বৃহস্পতিবার মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় সকালে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে মেসির মায়ামি। আর এ ম্যাচে ভক্তদের চাওয়া ছিল লিওনেল মেসিকে চোখের সামনে খেলতে দেখা। অবশেষে ম্যাচের ৬১তম মিনিটে মাঠে নামলেন আর্জেন্টাইন জাদুকর।

অবশ্য এর আগে চোট কাটিয়ে আগের ম্যাচে ফিরেই দুই গোল করা মেসিকে এই ম্যাচে শুরুর একাদশে রাখেননি মায়ামি কোচ। এদিন আটলান্টার মাঠে প্রথমার্ধে এগিয়ে ছিল মায়ামি। খেলার ২৯তম মিনিট গোলটি করেন হন্ডুরাসের মিডফিল্ডার দাভিদ রুইস। তবে দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে সমতায় ফেরে আটলান্টা।

এর ঠিক তিন মিনিট পরই লিওনার্দো কাম্পানার গোল আবার এগিয়ে দেয় মায়ামিকে। এর পরপরই মাঠে নামে মেসি। কিন্তু দর্শকদের আশা পূরণ হয়নি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ম্যাচটিতে না খেলায়। ফলে হতাশা নিয়ে ফিরতে হয়নি এই দর্শকদের।

৮৪তম মিনিটে দলকে সমতায় ফেরান আলেক্সি মিরানচুক। ফলে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের সাত মিনিটেও আর গোল হরতে পারেনি কোনো দল। টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারায় মায়ামি।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মায়ামি, ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।

Exit mobile version