ভারতের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প সৌদি আরবে

বাংলাদেশ জাতীয় দল (ফাইল ফটো)

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের আগে জাতীয় দলের জন্য সৌদি আরবে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত পুরো দল সোদি আরবে থাকবে। দুপুরে (আজ সোমবার) বাফুফে ন্যাশনাল টিমস কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভার্চুয়াল সভায় কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ডেপুটি চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরুল হাসানসহ কমিটির অন্যান্য সদস্যরা যোগ দিয়েছিলেন।

Exit mobile version