ভারত থেকে আজ বিকালে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জামাল-মোরসালিনরা। কোলকাতা থেকে বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের।
মেঘালয়ের শিলংয়ে মঙ্গলবার (২৫ মার্চ) এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ দল। ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো খেলতে নামেন হামজা দেওয়ান চৌধুরী। পুরো ম্যাচেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলো বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
হামজা একাধারে যেমন প্রতিপক্ষের সীমানায় ভীতি ছড়িয়েছেন তেমনি দু’বার ভারতের আক্রমণ ঠেকিয়েছেন। পুরো ম্যাচেই হামজা নিজের পার্থক্য বুঝিয়েছেন।
২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সি গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপের অন্য তিন দল হংকং, ভারত ও সিঙ্গাপুর।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করা বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচ খেলবে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায়।
স্বাগতিক হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে চলতি বছরের ৯ অক্টোবর।
এর পাঁচ দিন পরই অর্থাৎ ১৪ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
চলতি বছরের নভেম্বরের ১৮ তারিখ ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
গ্রুপে বাংলাদেশের ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩১ মার্চ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।