ভিএআর বিতর্কে ক্ষুব্ধ রিয়াল কোচ আলোনসো

আলোনসো

আলোনসো

জিরোনার মাঠে স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ের সুযোগ লুফে নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ফলাফলে হতাশা তো ছিলই, তবে ম্যাচের ঘটনাপ্রবাহ রিয়াল কোচ জাবি আলোনসো এর ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোনসো স্পষ্ট ভাষায় জানান, ভিএআর এবং মাঠের সিদ্ধান্তই মূলত রিয়ালের ছন্দ ভেঙে দিয়েছে।

তার বিশ্লেষণ, প্রথমার্ধেই ম্যাচ নিয়ন্ত্রণে ব্যর্থ হয় মাদ্রিদ, বিরতির পর কিছুটা উন্নতি এলেও নির্ভুলতার ঘাটতি কাটানো যায়নি। আলোনসোর ভাষায়, “দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় যথার্থতা পাইনি। লিগ এখনো বাকি, ধারাবাহিকতা ধরে রাখতে না পারার কারণ খুঁজতে হবে।”

প্রথমার্ধের শেষ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। ডিফেন্স লাইনের ছোট ভুল কাজে লাগিয়ে জিরোনার উনাহির গোল। তবে ৬৫ মিনিটে বক্সে ভিনিসিয়ুসকে ফাউল করলে ভিএআর চেকের পর পায় পেনাল্টি, যেটি থেকে এমবাপ্পে সমতা ফেরান।

তবে সবচেয়ে বড় বিতর্ক জমে ওঠে রদ্রিগোকে ঘিরে। বক্সে পড়ে যাওয়ার পর রিয়াল খেলোয়াড়দের জোরালো দাবি সত্ত্বেও ভিএআর তা যাচাইই করল না। কোচ আলোনসোর কণ্ঠে স্পষ্ট হতাশা,

“রদ্রিগোর ঘটনাটি কেন ভিএআরে দেখা হলো না, সেটা অবাক করার মতো। এমন মুহূর্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও তা করা হয়নি।”

মাঠের খেলায় ড্র, কিন্তু সিদ্ধান্ত নিয়ে রিয়ালের ক্ষোভ থামছে না, এমনই বার্তা দিয়ে ম্যাচ শেষ করল আলোনসোর দল।

Exit mobile version