চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিউসের দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোমাঞ্চকর এই ম্যাচে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচের দ্বিতীয়ার্ধের অবিশ্বাস্য ফুটবল উপহার দেয় শিরোপা প্রত্যাশী দলটি।
শেষ পর্যন্ত মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৫-২ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে চার মিনিটের ব্যবধানে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের ৩১ মিনিটে ডোনিয়েল মালেন ও ৩৪ মিনিটে জেমি গিটেন্সের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড।
ম্যাচের প্রথমার্থে ২ গোল হজমের পর একাদশে পরিবর্তন আনে রিয়াল। এরপরই ম্যাচে ভয়ঙ্কর রূপে ফিরে আসে রিয়াল। তাদের একের পর এক আক্রমণে অসহায় হয়ে পড়ে ডর্টমুন্ড। এক কথায় ম্যাচের দ্বিতীয়ার্ধ পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যায় রিয়ালের দখলে।
প্রতিপক্ষ্যর উপর কঠিন চাপ ধরে রেখে ম্যাচের ৬০তম মিনিটে প্রথম গোল পায় রিয়াল। রুডিগারকের গোলে ব্যবধান কমায় তারা। তার ঠিন দুই মিনিট পর ম্যাচে সমত্যায় ফেরে রিয়াল। এবার মদ্রিচের পাস বক্সের মুখে বল পেয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন ভিনিসিউসের পায়ে।
ম্যাচের ৮৩ মিনিটে ভাসকেস রিয়ালকে এগিয়ে নেন। তিন মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ভিনিসিউস।
৮৬ মিনিটে ভিনিসিউসের অবিশ্বাস্য গোলে জয় নিশ্চিত করে রিয়াল। এরপর সব শঙ্কা দূর করে ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিকে পূর্ণ করেন ভিনিসিউস। এরপর উল্লাসে মেতে উঠে রিয়ালের ভক্তরা।
এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। আর তাদের সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ডর্টমুন্ড। আগামী শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।