লা লিগায় শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার কাছে তারা ২-১ গোলে হেরে যায়। এই হারের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর যে সুযোগ ছিল তা হারিয়েছে তারা।
ভ্যালেন্সিয়ার কাছে এই হারের দায়টা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ওপর এসে পড়ছে। এই ব্রাজিলিয়ান পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে এক মাসে দ্বিতীয়বারের মতো তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন। চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।
নিজেদের মাঠের খেলায় এই হার রিয়াল মাদ্রিদের জন্য বড় এক ধাক্কা। ভ্যালেন্সিয়া উভয়ার্ধে একটি করে গোল করে। মোকতার ডিখাবাই ১৫ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন। এই ব্যবধানে খেলা দ্বিতীয়ার্ধে গড়ায়। এ অর্ধের শুরুতে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদকে খেলায় ফিরিয়ে আনেন। আর ইনজুরি সময়ে ৯৫ মিনিটে রিয়াল মাদ্রিদের হৃদয় ভেঙ্গে দেন হুগো ডুরো।
রিয়াল মাদ্রিদ অবশ্য প্রথমার্ধে এগিয়ে ফেরাতে পারতো। সে সুযোগ তারা পেয়েছিল। এ সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের দ্বাদশ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে ফাউলের সুবাদে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ভিনিসিুয়স জুনিয়র যে শট নিয়েছিলেন তা ছিল খুবই দুর্বল। ফলে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি সহজে তা রুখে দেন। শুধু টাইব্রেকার রুখে দেওয়া নয়, গোলপোস্টের নিচে এদিন মামারদাশভিলি দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন।
৩০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।