ভিন দেশে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেই ইংল্যান্ডের

ঘরোয়া লিগের খেলা সাধারণত ভিন্ন কোনো দেশে আয়োজন করা হয় না। কিন্তু এবার সে ধারায় পরিবর্তন আনতে চেয়েছিল লা লিগা কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরে ভিয়ারিয়ালের মাঠে খেলার কথা বার্সেলোনার। এই ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের পরিকল্পনা করছিল লা লিগা কর্তৃপক্ষ। ম্যাচটি হবে কি হবে না সময়ই বলে দেবে। কেননা এরই মধ্যে এমন পরিকল্পনার বিপক্ষে প্রতিবাদের ঝড় উঠেছে। বার্সেলোনার সমর্থকরা যেমন সমালোচনায় মেতেছেন তেমনি রিয়াল মাদ্রিদ ক্লাব এমন পরিকল্পনার বিরোধিতা করেছে।

এদিকে এমন আলোচনার মধ্যে না থেকেও ইংলিশ প্রিমিয়ার লিগ তাদের অবস্থান পরিস্কার করেছেন প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স। তিনি জানিয়েছেন, নিকট ভবিষ্যতে প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবের ম্যাচ দেশের বাইরে আয়োজনের কোনো পরিকল্পনা তাদের নেই।

মূলত লা লিগার পাশাপাশি সেরি আ ঘরোয় লিগের ম্যাচ ভিন দেশে আয়োজনের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে তারা এ জন্য বেছে নিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে তারা ফিফা ও উয়েফার অনুমতি চেয়েছে। তাদের এ আবেদন সফল হলে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচ ইন্টার মায়ামিতে অনুষ্ঠিত হবে। আর এসি মিলান ও কোমোর ম্যাচ ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে অবশ্য ইতালিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ বিদেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছে। সে ধারাবাহিকতায় এবার ঘরোয়া লিগের ম্যাচ ভিন দেশে আয়োজনের পরিকল্পনায় ব্যস্ত লা লিগা ও সেরি আ কর্তৃপক্ষ।

ইংলিশ প্রিমিয়ার লিগ যে এ পথে হাঁটার চেষ্টা করেনি তা নয়। ২০০৮ সালে একটা অতিরিক্ত রাউন্ডের খেলা ইংল্যান্ডের বাইরে আয়োজনের পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সমর্থক আর সংবাদ মাধ্যমের সমালোচনার তোড়ে সে অবস্থা থেকে তারা সরে আসে।

Exit mobile version