ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও জিরোনার মধ্যে শীর্ষস্থানের লড়াই দারুণভাবে জমে উঠেছে। একবার রিয়াল শীর্ষে তো পরের ম্যাচে জিরোনা তাদের ছিটকে দিয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদ নেতৃত্বে উঠে এসেছে। নিজেদের মাঠের খেলায় রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে জয় পেয়েছে।

বিশাল এ জয়ের পরও অস্বস্তি রিয়াল শিবিরে। উৎসবের এ রাতে নতুনকরে ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা। ম্যাচের প্রথমার্ধে আহত হয়ে মাঠ ছাড়েন অস্ট্রিয়ান এই ফুটবলার। এ নিয়ে এই মৌসুমে এরই মধ্যে রিয়ালের তিন নিয়মিত খেলোয়াড় ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেলেন। আলাবার আগে সেন্টার ব্যাক এদের মিলিতাও ও গোলরক্ষক থিবু কোর্তোয়া ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে রয়েছেন।

এ জয়ের ফলে গত সপ্তাহের হতাশা থেকে বের হয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। গত সপ্তায় রিয়াল বেতিসের কাছে পয়েন্ট হারিয়েছিল তারা। ১-১ গোলে ড্র করেছিল। এ ম্যাচে জয়ের ফলে ৪২ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে। ৪১ পয়েন্ট নিয়ে জিরোনা দ্বিতীয় স্থানে। গত সপ্তায় আলাভাসের কাছে হেরে যাওয়া জিরোনা একটা ম্যাচ কম খেলেছে। লড়াই থেকে অনেকটা ছিটকে যাওয়া বার্সেলোনা ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

রিয়াল মাদ্রিদের হয়ে এ ম্যাচে গোল করেছেন জুডে বেলিংহাম, রদ্রিগো, ব্রাহিম দিয়াজ ও লুকা মডরিচ। মডরিচের কাছ থেকে পাস পেয়ে ২৫ মিনিটে বেলিংহাম প্রথমে দলকে এগিয়ে নেন। লিগে এটা বেলিংহামের ১৩তম গোল। ৩৭ মিনিটে মডরিচের কর্নার কিক থেকে পাওয়া বলে রদ্রিগো গোল করে দ্বিগুন করেন। এ গোলটি প্রথম অফসাইডের অজুহাতে বাতিল করা হয়েছিল। ৫৪ মিনিটে ভিয়ারিয়াল একটা গোল পরিশোধ করলে ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।

ব্রাহিম দিয়াজ ৬৪ মিনিটে গোল করে রিয়াল সমর্থকদের দুঃশ্চিন্তা মুক্ত করেন। এর চার মিনিট স্কোরশিটে নাম লেখান মডরিচ। 

বার্সেলোনা অবশ্য বাজে সময় পার করছে। গত শনিবার তারা ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। সব ধরণের প্রতিযোগিতায় গত তিন ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি জাভির প্রশিক্ষণাধীন দলটি।

Exit mobile version