ভিয়েতনামের কাছে বাংলাদেশের বড় ব্যবধানে হার

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবল বাছাই

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে স্বাগতিক ভিয়েতনামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে দু’ দফা এগিয়ে গিয়েও গুয়ামের সাথে ২-২ গোলে ড্র করে মারুফুল হকের ছেলেরা। এবার তৃতীয় ম্যাচেও ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের যুবারা। আগামী ২৯ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

বাছাই টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এখন ভুটানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।

অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে ১০টি গ্রুপ অংশ নিচ্ছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে চলে যাবে। ১০ গ্রুপের মধ্যে সেরা পাঁচ রানার্স আপও দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে। ‘এ’- গ্রুপ থেকে সিরিয়া ও স্বাগতিক ভিয়েতনাম সমান ৯ পয়েন্ট নিয়ে টেবিলের এক ও দুই নাম্বার স্থানে আছে। দুই পয়েন্ট নিয়ে গুয়াম তৃতীয়স্থানে। এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ভুটান টেবিলের চার ও পাঁচ নাম্বার অবস্থানে।

ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ তিনটি গোল হজম করে ম্যাচের প্রথমার্ধেই। ম্যাচের চতুর্থ ও ২৮তম মিনিটে গোল খাওয়ার পর ৪০তম মিনিটে একটি গোল শোধ করার পর ৪২তম মিনিটে আবারও গোল হজম করতে হয় বাংলাদেশকে। পরে ৮০তম মিনিটে বাংলাদেশের জালে আরও একবার বল পাঠিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ভিয়েতনাম।

Exit mobile version