এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রতে কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ কুয়েতের ক্লাব কুয়েত এসসি, ওমানের আল সীব এবং লেবাননের আল আনসার এফসি।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কিরগিজ খেলোয়াড় ভ্যালেরি কাশুব, যিনি ২০০৭ সালে এএফসি প্রেসিডেন্টস কাপে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন দর্দেই এফসি’র হয়ে। সেখানেই নির্ধারিত হয় প্রতিটি গ্রুপে কারা কারা থাকছে। নিয়ম অনুযায়ী, একই দেশের দুটি ক্লাবকে এক গ্রুপে রাখা হয়নি।
২৫ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টের মূল পর্ব। বসুন্ধরা কিংসের জন্য এবারের মিশনটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ গত মৌসুমে ভুটানে খেলে কোনো জয় ছাড়াই বিদায় নিতে হয়েছিল তারা। তবে এবার আর্জেন্টাইন কোচ গোমেজের অধীনে দলটির লক্ষ্য স্পষ্ট, পরবর্তী রাউন্ডে ওঠা।
কিংস এবার সরাসরি নয়, প্লে-অফ খেলে জায়গা করে নিয়েছে মূল পর্বে। কাতারের দোহায় সিরিয়ান ক্লাব কারমাহকে ১-০ গোলে হারিয়ে তারা যোগ্যতা অর্জন করে। অন্যদিকে বাংলাদেশের আরেক প্রতিনিধি ঢাকা আবাহনী প্লে-অফে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে ০-২ গোলে হেরে বাদ পড়ে।
এএফসির নিয়মে স্বাগতিক দলগুলোকে আগে গ্রুপে বসানো হয়। সেই সূত্রে কুয়েত এসসি পড়েছিল ‘বি’ গ্রুপে। এরপর ভ্যালেরির হাতে ওঠে বসুন্ধরা কিংসের নাম, যা কুয়েত ক্লাবের গ্রুপেই যুক্ত হয়। এভাবেই গঠিত হয় কিংসের চ্যালেঞ্জিং গ্রুপ।
গত মৌসুমের হতাশা কাটিয়ে নতুন মৌসুমে বসুন্ধরা কিংস সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে। কঠিন প্রতিপক্ষ সত্ত্বেও এবার তারা চায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে। আঞ্চলিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্বে এএফসি মিশনে তাদের অগ্রযাত্রাই এখন মূল আলোচনার বিষয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















