ভুটানে ভূমিকম্প হলেও টের পাননি বাংলাদেশের ফুটবলাররা

আতঙ্কিত হওয়ার মতো খবর। ভুটানে ভূমিকম্প হয়েছে। স্বাগতিক ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন সেখানেই অবস্থান করছে। ৫ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ৮ সেপ্টেম্বর। তার আগেই ভূমিকম্প। অবশ্য আশার কথা বাংলাদেশ দলে যেখানে অবস্থান করছে সেই চাংলিমিথানে অবস্থানরত বাংলাদেশ দল কোনকিছুই টের পাননি।

দলের সাথে থাকা ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘রাতে খাবার শেষে আমরা যার যার মতো রুমে চলে যাই। সকালে উঠে বাংলাদেশ থেকেই ভূমিকম্পের ব্যাপারে ফোন পাই। কিন্তু আমি বা দলের অন্য কোন সদস্য এই ব্যাপারে কোন কিছু টের পাইনি।’

মিডিয়া ম্যানেজার খালেদ মাহমুদ নওমি জানিয়েছেন, ঢাকা থেকে পাওয়া ফোনেই তিনি ভূমিকম্পের ব্যাপারে জেনেছেন।

জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে। যার মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪.৫।

Exit mobile version