ভুটানে বাংলাদেশের নারী ফুটবলারদের দাপট চলছেই। সাবিনা-ঋতুপর্না চাকমাদের পারো এফসি সবার উপরে। তাদের পেছনে কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেড। গতকাল মঙ্গলবার ট্রান্সপোর্ট ইউনাইটেড গোল উৎসব করেছে। একডজন গোল করেছে ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবের জালে। ১২-০ গোলে জয় তাদের। কৃষ্ণা করেছেন ৫ গোল, হয়েছেন ম্যাচ সেরা।
কৃষ্ণা প্রথমার্ধে হ্যাটট্রিক করেন। দ্বিতীয়ার্ধে করেন দুই গোল। ভুটানের নারী ফুটবলে এ নিয়ে দ্বিতীয়বার কৃষ্ণা ম্যাচ সেরার পুরস্কার পেলেন।
কয়েক মাস ব্যবধানে দ্বিতীয়বার ম্যাচ সেরা হওয়ায় কৃষ্ণা উচ্ছ্বসিত। তিনি বলেন, আবার ম্যাচ সেরা হতে পেরে ভালো লাগছে। দল বড় ব্যবধানে জিতেছে। আমি সেখানে অবদান রাখতে পারায় ভালো লাগছে।
ট্রান্সপোর্টে কৃষ্ণা রাণী সরকারের পাশাপাশি বাংলাদেশের আরো আছেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। ডিফেন্ডার হলেও মাসুরা বেশ কয়েকটি গোল করেছেন। মঙ্গলবার অবশ্য স্কোরশিটে নাম লেখাতে পারেননি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















