শঙ্কায় ছিল জুভেন্টাস। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হওয়ার শঙ্কা ছিল তাদের সামনে। শেষ পর্যন্ত সেই শঙ্কা উড়িয়ে তারা সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পেয়েছে সেরি আ’র দলটি। রোববার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে ভেনেজিয়াকে ৩-২ গোলে হারিয়েছে।
নাপোলি আগে শিরোপা জয় করেছে। ইন্টার মিলানের হয়েছে দ্বিতীয়। আটালান্টা তৃতীয়। চতুর্থ স্থানের জন্য রোমার সঙ্গে জুভেন্টাসের হাড্ডাহাড্ডি লড়াই ছিল। সেই লড়াইয়ে ভেনেজিয়াকে হারিয়ে জুভেন্টাস চতুর্থ স্থানে উঠে এসেছে। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পেয়েছে। ৩৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭০। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে রোমা।
দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া ভেনেজিয়ার বিপক্ষে এ জয় পেতে জুভেন্টাসকে কঠিন লড়াই করতে হয়েছে। ম্যাচের শুরুতেই জুভেন্টাস পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত কেনান ইলদিজ ও রানডাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ভেনেজিয়া বিরতির পর আবার খেলায় ফিরে আসে। শেষ পর্যন্ত ৭৩ মিনিটে পেনাল্টি থেকে ম্যানুয়েল লোকাতেলি গোল করে জুভেন্টাসকে জয় এনে দেয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















