ভেরোনাকে হারিয়ে নাপোলি শীর্ষে

ম্যাচ শেষে নাপোলির খেলোয়াড়রা

সেরি আ’র পয়েন্ট টেবিলের নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে নাপোলি। সাবেক চ্যাম্পিয়ন দলটি রোববার রাতে নিজেদের মাঠের খেলায় ভেরোনাকে ২-০ গোলে হারিয়েছে।

এ জয়ের ফলে ২০ ম্যাচ ৪৭ পয়েন্ট নিয়ে নাপোলি এখন পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিয়ে চলেছে। তবে শীর্ষস্থান তাদের হাতছাড়া হওয়ার শঙ্কাও রয়েছে। ইন্টার মিলান ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও তাদের হাতে এখনো দুই ম্যাচ বাকি। ফলে নাপোলির জন্য আতঙ্ক হয়ে আছে ইন্টার মিলানের বাকি থাকা দুই ম্যাচ।

নাপোলি এ ম্যাচে জয়ের জন্য ভেরোনার লরেঞ্জো মন্টিপোর কাছে কৃতজ্ঞ থাকতে পারে। কেননা শুরুতে তার আত্মঘাতি গোলই নাপোলি এগিয়ে যায়। জিওভান্নি ডি লরেঞ্জোর শট পোস্টে লেগে ফিরে আসার সময় তার পিঠে লেগে বল জালে আশ্রয় নেয়। এই গোলের পর নাপোলি ম্যাচ আধিপত্য বিস্তার করতে শুরু করে। তারা এ সময়ে একাধিক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি। তবে ৬১ মিনিটে জাম্বো আনগুইসা গোল করে নাপেলিকে ২-০ গোলে এগিয়ে নেন।

নাপোলির এটা ছিল টানা পঞ্চম জয়। আগামী শনিবার তারা আতালান্তার মুখোুমখি হবে। এ ম্যাচটি তাদের জন্য কঠিন এক পরীক্ষা। কেননা আতালান্তা এ মৌসুমে দারুণ খেলছে। দলটি বর্তমানে ১৯ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

Exit mobile version