কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে যেতে ফিরতি লেগের ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে জয়ের দরকার ছিল ইন্টার মায়ামির। নিজেদের মাঠের খেলার শুরুতেই এক গোল করে সে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল মেসিরা। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে মায়ামির সেই স্বপ্ন উড়িয়ে দেয় ভ্যানকুভার। প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়া ভ্যানকুভার শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায়। ফলে ৫-১ গোল গড়ের জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে ভ্যানকুভার।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কখনো কামব্যাকের ঘটনা ঘটেনি। প্রথম লেগে হারের পর কোনো দলই ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে পারেনি। তবে দলে লিওনেল মেসি নামক এক যাদুকর দলে থাকায় ইন্টার মায়ামি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল। কিন্তু মেসি এবার যাদুকরের ভূমিকা নিতে পারেননি। অসম্ভবকে সম্ভব করতেও পারেননি। গোলের দেখা পাননি, গোলের রূপকারও হতে পারেননি। এ ব্যর্থতার মাঝ দিয়ে তার গোল খরার সময়টা আরো দীর্ঘায়িত হলো। টানা চার ম্যাচ তিনি কোনো গোলের দেখা পাননি।
এই হারের মাঝ দিয়ে চ্যাম্পিয়ন্স কাপ থেকে ইন্টার মায়ামির বিদায় হয়ে গেল।
মেসির গোল আর মায়ামির জয় ওতপ্রোতভাবে জড়িত। মেসির গোল না পাওয়া মানেই অনেকটা দলের জয় না পাওয়া। টানা তিন ম্যাচ হারের লজ্জায় ডুবেছে দলটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















