রিয়াল মাদ্রিদে ক্লাবে লুকা মদরিচের সময়টা হয়তো শেষ হয়ে এসেছে। ক্রোয়েশিয়ান এ তারকা খেলোয়াড়কে হয়তো রিয়াল মাদ্রিদে এ বছর শেষে আর দেখা যাবে না। দুই পক্ষের সাম্প্রতিক কর্মকাণ্ড এমনই ইঙ্গিত দিচ্ছে। ক্রোয়েশিয়ার অধিনায়কের সঙ্গে নতুন চুক্তির কোনো আগ্রহ দেখাচ্ছে স্প্যানিশ ক্লাবটি।
বর্তমান মৌসুম শেষে মদরিচের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ হয়ে যাবে। মদরিচের সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও এখনো পর্যন্ত মাঠে মদরিচের শক্তিশালী উপস্থিতি রয়েছে তবে রিয়াল মাদ্রিদ তাদের মাঝমাঠ নতুনভাবে সাজনোর পরিকল্পনা নিয়েছে। কোচ কার্লো আনচেলোত্তির সে পরিকল্পনায় স্থান হবে না মদরিচের। ৩৯ বছর বয়সী মদরিচের পরিবর্তে মাঝমাঠে রিয়াল মাদ্রিদর এখন তরুণদের দেখতে চায়।
রিয়াল মাদ্রিদের নতুন পরিকল্পনার ফলে বছরের পর বছর ক্লাবের সাফল্যের অন্যতম সাথী মদরিচের সঙ্গে সম্পর্কের ইতি হতে যাচ্ছে। স্প্যানিশ ক্লাবটির হয়ে মদরিচ ২৮টি শিরোপা জয় করেছেন। ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়ের হিসেবে নিজেকে নিয়ে গেছেন।
ইংলিশ ক্লাব টটেনহাম হস্পার থেকে ২০১২ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন মদরিচ। সে হিসেবে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের বয়স এক যুগ পূর্ণ হয়েছে। এ সময়ে ক্লাবের হয়ে ৩৭৭ ম্যাচ খেলেছেন মদরিচ। স্প্যানিশ ক্লাবটির হয়ে লা লিগ, কোপা দেল রে, সুপারকোপা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্ব কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করেছেন।