মহারাজের ৭ উইকেটে বিধ্বস্ত পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্ট

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনটি যেন লাহোর টেস্টের অনুলিপি। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ রানে শেষ ৫ উইকেট হারিয়েছিল স্বাগতিক পাকিস্তান। এতে কারে ৩৭৮ রানে শেষ হয়েছিল তাদের প্রথম ইনিংস। রাওয়ালপিন্ডিতে একই অবস্থা বলা যায়। তবে আরও করুণ। মাত্র ১৭ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা। আর অল আউট হয়েছে ৩৩৩ রানে। দিন শেষে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮৫ রান।

দুই স্বীকৃত ব্যাটার সৌদ শাকিল ও সালমান আগা দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছিলেন। প্রথম দিনের ৫ উইকেটে ২৫৯ রান তখন স্কোর বোর্ডে। কিন্তু খুব বেশি দূর তারা দলকে নিয়ে যেতে পারেনি। ৭৪ রান যোগ হতেই শেষ পাকিস্তানের প্রথম ইনিংস।

কেশব মহারাজ একাই ধ্বংসস্তূপে পরিণত করেন পাকিস্তানকে। দ্বিতীয় দিনের সবগুলো উইকেটই তার দখলে। প্রথম দিনের দুই উইকেট নিয়ে প্রথম ইনিংসে তার শিকার সাত উইকেট। এতে একটা রেকর্ডও হয়েছে। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংসে সবচেয়ে বেশিবার ৭ উইকেট নেওয়া হিউ টেফিল্ডের পাশে বসলেন মহারাজ।

জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারায় ২২ রানে। ৫৪ রানে দ্বিতীয় উইকেট। তবে তৃতীয় উইকেটে তারা জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি ১১৩ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত এ ম্যাচে অভিষেক হওয়া আসিফ আফ্রিদি এ জুটি ভাঙ্গেন। দিন শেষ তার শিকার সংখ্যা ২। স্টাবস ৬৮ ও কাইল ভেরেনি ১০ রানে আজ ব্যাটিং শুরু করবেন। জর্জি আউট হয়েছেন ৫৫ রানে।

Exit mobile version