মাইলফলক ম্যাচে গোল করেও হার হালান্ডের

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটির একি হাল! একই সঙ্গে দলটির অন্যতম আর্লিং হালান্ডও কম যাচ্ছেন না। ম্যানসিটির হয়ে শততম ম্যাচ রাঙিয়ে দেওয়ার স্বপ্ন দুমড়ে মুচড়ে গেছে তার। ম্যানসিটির হয়ে শততম ম্যাচ রাঙানো হয়নি তার, বরং লজ্জায় ডুবতে হয়েছে। ব্রাইটন সিটির বিপক্ষো গোল করলেও হাসি মুখে মাঠ ছাড়া হয়নি হালান্ডের। ২-১ গোলে হেরে গেছে তার দল।

ওলভারহাম্পটনের বিপক্ষে ৪-০ গোলের দারুণ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তারপরেই পথ হারিয়েছে দলটি। টানা দ্বিতীয় ম্যাচে হার। আগের ম্যাচে টটেনহাম হস্পারের কাছে ২-০ গোলে হেরেছিল দলটি।

আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। বিশেষ করে নিজের শততম ম্যাচটি রাঙিয়ে নেওয়ার চেষ্টায় কমতি ছিল না হালান্ডের। নবম মিনিটে তার সামনে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। বরং ১৯ মিনিটের পাল্টা আক্রমণে ম্যানসিটির সামনে বিপদের শঙ্কা তৈরি হয়েছিল।

২৪ মিনিটে আবার গোলের সুযোগ পান হালান্ড এবারও ব্যর্থ। পরের মিনিটে সেই ব্যর্থতা আবার সঙ্গী হয় হালান্ডের। তবে চতুর্থ দফায় ঠিকই গোল আদায় করে নেন তিনি। ৩৪ মিনিটে ওমর মারমুশের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে গোল করেন। এর ফলে ম্যানসিটির হয়ে ১০০ ম্যাচে তার গোল সংখ্যা রেকর্ড ৮৮টি। এর আগে প্রিমিয়ার লিগে প্রথম ১০০ ম্যাচে সবচেয়ে বেশি গোলের কীর্তি ছিল অ্যালান শিয়েরারের। ১০০ ম্যাচে করেছিলেন ৭৯ গোল।

বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল সিটি। তবে ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় আনে ব্রাইটন। আর শেষ সময়ে গোল করে ব্রাইটনের জয় নিশ্চিত করেন ব্রাহান গ্রুদা।

Exit mobile version