বিশ্বকাপে আগেভাগে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থেকে আর্জেন্টিনার এক পয়েন্ট পাওয়াটাই যথেষ্ঠ ছিল। কিন্তু মাঠে নামার আগেই আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়েছে।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হওয়ার আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নেমেছিল বলিভিয়া ও উরুগুয়ে। বলিভিয়াতে অনুষ্ঠিত এ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আর তাতেই আর্জেন্টিনার বিশ্বকাপ টিকেট নিশ্চিত হয়েছে।
দারুণ ছন্দে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বে নেতৃত্ব দিচ্ছে। পয়েন্ট টেবিলে এতটাই সুবিধাজনক অবস্থায় তারা রয়েছে যে, আর কোনো পয়েন্ট না পেলেও তাদের চূড়ান্ত পর্বে খেলাটা নিশ্চিত। এখন অপেক্ষা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বাছাই পর্ব শেষ করা।
২০২৬ বিশ্বকাপের সপ্তম দল হিসেবে আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। তাদের আগে জাপান, ইরান, নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকেট পেয়েছে। আর আয়োজক হিসেবে আগেই চূড়ান্ত পর্বে খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।